ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথা মর্যাদার মধ্য দিয়ে মণিরামপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালন করা করেছে। মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধুর ৯৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ উদ্দ্যোগে দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কেককাটার মধ্যে দিয়ে দিবসটির কর্মসুচী শুরু হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিকাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস, সাবেক সহ-সভাপতি নূরুল ইসলাম, আ’লীগ নেতা এ্যাড: বশির খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক ফারুক আহমেদ, রুহল আমিন, জেলা যুবলীগ নেতা প্রবীর কুন্ডু, কাউন্সিলর ও পৌর যুবলীগ আহবায়ক আদম আলী, আ’লীগ নেতা সন্দীপ ঘোষ, ছাত্রনেতা ফজলুর রহমান প্রমূখ।