মণিরামপুরে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে এক পক্ষের হামলায় ২ মহিলাসহ ৩জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে উপজেলার সাতনল-শেখপাড়া খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শাহিনুর বেগম, তার পুত্র সাইফুল ও আজিজুরের স্ত্রী জেসমিন খাতুন। আহতদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্্ের ভর্তি করা হয়েছে। আহতদের অভিযোগ স্থানীয় আ’লীগ নেতা গাজী মোহাম্মদের উপস্থিতিতে সালিশের নামে স্থানীয় সকো বাশিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।