মণিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজ, রাজনৈতিক দল সমূহ দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মণিরামপুর কলেজ আয়োজিত পৃথক অনুষ্ঠানের আলোচনা সভায় যশোর-৫ মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য্য বলেন, রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিভেদ থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে কোন বিভেদ থাকা উচিত নয়। তিনি বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাস মানেই বঙ্গবন্ধ্ু। বঙ্গবন্ধু একটি ক্ষন জন্মা পুরুষ যা কালে ভদ্রে জন্ম নেয়। বঙ্গবন্ধু এ দেশ ও মাটিকে নিজের জীবনের চেয়েও বেশী ভালবেসে স্বাধীন দেশে পরিবার পরিজন নিয়ে জীবন বিসর্জন দিয়ে গেছেন। দিবসের সূচনায় সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে বর্নাঢ্য আনন্দ র্যালী, শিশু চিত্রঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে সভার বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মণিরামপুর থানা অফিসার ইনচার্জ মোল্যা খবির আহম্মেদ, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার কওসার আলী, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম। বেলা ১১টায় মণিরামপুর কলেজ আয়োজিত দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর থানা অফিসার ইনচার্জ মোল্যা খবির আহম্মেদ, অধ্যাপক আক্তার হোসেন, ফিরোজ হোসেন প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান। দোয়া মাহফিল, কেক কাটা, বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।