মণিরামপুর উপজেলার পৌর এলাকার হাকোবা গ্রামের একটি চক্রের বিরুদ্ধে হরিহর নদীর চর দখল করে পুকুর খনন এবং নদীর সরকারী জায়গা থেকে ২ লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে বিক্রি করাসহ নানাবিধ অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে এলাকাবাসী গণ স্বাক্ষর করে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া উক্ত অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে ভূমি মন্ত্রনালয়, জেলা প্রশাসক যশোর, ভূমি অফিস যশোর ও উপজেলা নির্বাহী অফিসার মণিরামপুর। স্থানীয় ভূমি অফিসে দায়ের করা লিখিত অভিযোগে জানাযায়, হাকোবা গ্রামের কুন্ডু পাড়ার শীর্ষ চোরাচালান ব্যবসায়ী প্রভাত কুন্ডুর নেতৃত্বে তরুন কুন্ডু, আশীষ কুন্ডু ও তাপস কুন্ডুসহ একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশে হরিহর নদীর চর দখল করে পুকুর খননসহ তার পাশে মাটি ভরাট করে বিভিন্ন চাষাবাদ করে চলেছে। এছাড়া ওই স্থান থেকে ৩টি বড় ধরনের মেহগনি গাছ কর্তন করে বিক্রি করা হয়েছে। এর জন্য হরিহর ওই নদীর নাব্যতা হারাচ্ছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন চক্রটির বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হুমকি দেয়া হয় বলেও অভিযোগ। সে কারণে অতিষ্ঠ হয়ে ওই এলাকার প্রবীন কুন্ডু, নিখীল কুন্ডু, ইন্দ্রজিত কুন্ডু, গোবিন্দ কুন্ডু, পরেশ মন্ডল এবং সুব্রত কুন্ডুসহ অর্ধশত ব্যক্তি গণ স্বাক্ষর করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান জানান, উক্ত ঘটনায় এলাকার লোকজন একটি অভিযোগ দায়ের করেছেন, তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।