মণিরামপুরে ভ্রাম্যমান আদালত আমিনুর রহমান ওরুপে শুকুর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। বরিবার থানা নির্বাহী কর্মকর্তা শরিফ নজরুল ইসলামের আদালত তাকে এই সাজা প্রদান করে। আমিনুর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত হামেদ আলীর পুত্র। থানার এস আই সুধাংশু জানান, আমিনুর পেশায় একজন মাদক ব্যবসায়ী। সে মাদক সেবিও। মাদক সেবন করে আমিনুর তার মাকে মারধর করে। ছেলের অত্যাচারেঅতিষ্ঠ হয়ে মা হাসিনা বেগম রবিবার থানায় এসে ছেলেকে ধরে সাজা দিতে বলে। মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে এস.আই সুধাংশু মথুরাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আমিনুরকে আটক করে। এসময় পুলিশ আমিনুরের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে আমিনুরকে ভ্রাম্যমান আদালত ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।