ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আ’লীগের বিশাল জনসভায় শাহীন চাকলাদার লাখো শহীদের রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না

admin
মার্চ ২৮, ২০১৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেছেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ভঙ্গুর দেশের অর্থনীতিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্তে জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার নেহালপুর কলেজ মাঠ প্রাঙ্গনে আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসমাবেশে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান সরদার বাহাদুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি আরোও বলেন, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের বিচার রহিত করতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করার পাশাপাশি জিয়াউর রহমান ইনডিমিনিটি নামে কালো আইন করেন। দীর্ঘ ২১ বছর নানা ষড়যন্ত্র মোকাবেলার পর ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের পথে নিয়ে যান। এরপর ২০০১ সালে দেশীয় ও আন্তর্র্জাতিক ষড়যন্ত্রের কারনে বিএনপি ক্ষমতায় এসে মন্ত্রনালয়ের পাশাপাশি খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন নামের আরেকটি মন্ত্রনালয় খোলা হয়। ওই ভবনের কমিশন না দিয়ে কেউ কাজ করতে পারেনি। সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়। আবারো ২০০৮ ও ২০১৩ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ন হওয়াসহ দেশের প্রতিটি সেক্টর সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশ তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়াসহ দেশ যখন মালয়েশিয়া, সিঙ্গাপুর aligহওয়ার পথে এগিয়ে চলেছে ঠিক তখনি খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহবান জানান। জনসভায় প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ বলেন, সকল ভেদাভেদ ভুলে আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মণিরামপুরের মাটি আওয়ামীলীগের ঘাটিতে পরিণত করতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে পুনঃউদ্ধার করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জনসভায় অন্যাণ্যেদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এড. মোশারফ হোসেন, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা এড. গাজী আব্দুল কাদের, মোস্তাফিজুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, আসিফ-উদ-দ্দৌলা অলক, রেজায়ুল ইসলাম, জিয়াউল হাসান হ্যাপী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহামুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যন মিকাইল হোসেন, অভয়নগর উপজেলা সাবেক মহিলা ভাইচ চেয়ারম্যান, অভয়নগর আ’লীগ নেতা ব্যাচা অধিকারী, উপজেলা যুবলীগ সভাপতি দেবাশীষ সরকার বাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা প্রভাষক ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সন্দীপ ঘোষ, জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামত উল্লাহ, আলমগীর হোসেন, আ’লীগ নেতা পরিতোষ বিশ্বাস, প্রনয় চৌধুরী, গাজী মোহাম্মদ, হাসান সরোয়ার, মহিলালীগ নেত্রী গীতা রানী কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, উপজেলার পূর্বঞ্চালের এ জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।