মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৪ দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা আলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পী ও বাংলাদেশ বেতারের শিল্পীসহ স্থানীয় শিল্পীরা অংশ গ্রহন করবেন বলে দলটির নীতিনির্ধারক সূত্রে জানাগেছে।