মণিরামপুর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মণিরামপুর টুনিয়াঘরা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ নুরুল হক মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মনোনিত হয়েছেন। এজন্য মণিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি এস.এম.মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, প্রতিষ্ঠাতা অধ্যাপক এমএ রাজ্জাক, নিছার উদ্দিন খান আজম, সহ-সভাপতি আব্দুল মতিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল আলীমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। সাংবাদিক নুরুল হককে শিক্ষানুরাগী সদস্য মনোনিত করার বিষয়টি নিশ্চত করেছেন মণিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান।