মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দ আল এমরান উক্ত নির্বাচনী তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে ওই ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিলে উল্লেখ করা হয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ মে, মনোনয়ন পত্র বাছায়ের তারিখ ৬ মে এবং প্রতাহারের শেষ তারিখ ১২ মে। জানাযায়, প্রায় দেড় মাস পূর্বে উপজেলা খেদাপাড়া ইউনিয়নের বিএনপি সমর্থিত একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান জি,এম ওমর ফারুক, জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে ওই ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য এ তফসিল ঘোষনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার আল এমরান জানান, ঘোষিত নির্বাচনী তফসিলের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর গুলিতে প্রেরণ করা হয়েছে।