মণিরামপুরে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আ’লীগ দলীয় কার্যলায়ের পাশে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর আ’লীগের সভাপতি আমজাদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম-সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুলের পরিচালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সমীর কর হাবু, আ’লীগ নেতা আব্দুস সাত্তার, অনন্ত দেবনাথ, গৌতম চক্রবর্তী, আব্দুর রহিম, কাজী আকরাম হোসেন, মকবুল হোসেন, পবণ বিশ্বাস, মোনতাজ হোসেন, লুৎফর রহমান প্রমূখ।