যশোরের মণিরামপুর উপজেলার সম্মীলিত যুব-সমাজের উদ্দ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর শহরের পোষ্ট অফিস পাড়ায় এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরুল। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা মাওঃ আবুল কালাম আজাদ। দ্বিতীয় বক্তা ছিলেন আলহাজ্ব মাওঃ ফুরকান আহমাদ। জিকিরের বয়ান করেন মণিরামপুর ক্যাডেট স্কীম কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ আশিকুর রহমান। উক্ত ওয়াজ মাহফিল সম্পর্কে জানতে চাইলে উপজেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু বলেন, যুব-সমাজের উদ্দ্যোগে অনুষ্ঠিত ওই ওয়াজ মাহফিল একটি ভাল কাজ এবং সকলের কল্যাণ বয়ে আনবে। জানাযায়, এ রির্পোট লেখা পর্যন্ত বুধবার সন্ধ্যার পর থেকে যুব-সমাজের উদ্দ্যোগে অনুষ্ঠিত উক্ত ওয়াজ মাহফিলের কার্যক্রম চলছিল।