মণিরামপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারী ভাবে গম ক্রয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গম ক্রয় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা খাদ্য ক্রয় কমিটির সদস্য ফারুক আহমেদ লিটন প্রমুখ। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জানান, সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি মেঃটন ২৮ হাজার টাকা দরে মোট ১’শ ১৫ মেঃটন গম ক্রয় করা হবে।