ঢাকাশুক্রবার , ১ মে ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

নি¤œমানের ইট-খোয়া ও বেলেমাটি দিয়ে সড়ক পুন:নির্মানের অভিযোগ মনিরামপুরে ১২ কোটি টাকা ব্যয়ে ৯ কি:মি: পাকা সড়ক পুন:নির্মানের নামে চলছে লুটপাট

admin
মে ১, ২০১৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

অত্যন্ত নি¤œমানের ইট-খোয়া, বেলেমাটি দিয়েই চলছে যশোর পুলেরহাট-কুমিরা সড়কের মনিরামপুর অংশের প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে প্রায় নয় কিলোমিটার নির্মানকাজ। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ রয়েছে একেবারেই নিশ্চুপ। অভিযোগে রয়েছে উপজেলা প্রকৌশল বিভাগের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তার সহযোগীতায় ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক নির্মানের নামে এ লুটপাট চালাচ্ছে।249
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সরকার চলতি অর্থবছরে যশোরের পুলেরহাট-রাজগঞ্জ-কুমিরা পাকা সড়ক নির্মানের জন্য টেন্ডার আহবান করে। এর মধ্যে মনিরামপুর অংশে হানুয়ার ব্রিজ থেকে রাজগঞ্জ হয়ে ত্রিমোহিনী পর্যন্ত নয় কিলোমিটার সড়ক পুন:নির্মানের জন্য বরাদ্দ করা হয় প্রায় ১২ কোটি টাকা। আর এ কাজটি পান ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বনান্তর ট্রেডার্স ও সাতক্ষীরার ইকবাল জমাদ্দার। এ টেন্ডারের কার্যাদেশ পাবার পর ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় তিনমাস আগে কাজ শুরু করেছেন। আর একাজ দেখভাল করার দায়িত্ব পেয়েছেন মনিরামপুর উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারি প্রকৌশলী গাউসুল আযম ও নেয়ামত আলী। কিন্তু অভিযোগ রয়েছে ঠিাকাদার প্রতিষ্ঠান ট্রাক্টর দিয়ে কোররকমে সড়কের উপরিভাগ খুড়ে অত্যন্ত নি¤œমানের ইটের খোয়া এবং বেলেমাটি দিয়ে ম্যাকাডামের কাজ করছে। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখাযায়, সড়কের পাশে অত্যন্ত নি¤œমানের ইট ভেঙ্গে খোয়া তৈরী করছে কালাম নমে এক শ্রমিক। নি¤œমানের ইট দিয়ে খোয়া তৈরী করার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ”আমরাতো প্যাটের দায়ে ইট ভাংতিছি, এক নম্বর দ্ইু নম্বর দেহার দায়িত্ব আমাগের না”। এ সময় এ নিয়ে কথা হয় কার্য্য সহকারি মোহন কুমারের সাথে। তিনি বলেন ভালমন্দ সব শ্রেণীর ইট(আদলা) এখানে আছে, তবে আমি কথা দিচ্ছি স্যারের(এসও) সাথে আলাপ করে এ ইট ব্যবহার না করার জন্য ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় ইউপি সদস্য আজগর আলী ক্ষোভের সাথে বলেন, ধীরগতিতে নির্মানের কারনে জনদূর্ভোগ চরমে, তার ওপর অত্যন্ত নি¤œমানের সামগ্রি দিয়ে তৈরী করা হচ্ছে এ সড়ক। ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে সন্দেহ রয়েছে। একটানা প্রায় তিনযুগ ধরে মনিরামপুর উপজেলায় কর্মরত উপসহকারি প্রকৌশলী(এসও) গাউসুল আজম এ কাজের দেখভালের দায়িত্বে রয়েছেন। এ ব্যাপারে কথা হয় তার সাথে। তিনি বলেন, ভাই এ নিয়ে লেখালেখির প্রয়োজন নেই। আমি ঠিকাদারদের সাথে আপনাদের বিষয় নিয়ে আলাপ করব। অপর তদারকি কর্মকর্তা(এসও) নিয়ামত আলী বলেন, আমি মারাত্বক অসুস্থ্য, স্যালাইন চলছে পরে আপনাদের সাখে আলাপ করব। সড়ক নির্মানে নি¤œমানের উপকরন সম্পর্কে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বনান্তরের স্বত্ত্বাধিকারী আবু সাঈদ সাংবাদিকদের বলেন, ভাই আপনারা আমার অফিসে একটু চা খেতে আসেন, সেখানে বসে কথা হবে। উপজেলা প্রকৌশলী(অতিরিক্ত দায়িত্ব) শহিদুল ইসলাম দূর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, সড়ক নির্মানে ভালোর সাথে অল্প কিছু খারাপ ইট থাকে, তার মানে এই নয় সবই নি¤œমানের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।