ঢাকাশুক্রবার , ২৯ মে ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে খেদাপাড়া ইউপি নির্বাচন——- চেয়ারম্যান প্রার্থীর একি কান্ড!

admin
মে ২৯, ২০১৫ ৭:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মণিরামপুরে খেদাপাড়া ইউপি উপ-নির্বাচনের পরাজয় আঁচ করতে পেরেই ভোট বর্জনের নাটকের অংশ হিসেবে তার এক এজেন্টকে বুথ থেকে টেনেহিছড়ে বের করে আনায় উপস্থিত অনেকের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়। ভোট গ্রহনের পড়ন্ত বেলায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী এবং সাবেক বিএনপি নেতা আব্দুল আলীম জিন্নাহ ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষনা দেন। এসময় তিনি ভোট কেন্দ্রে থেকে তার এজেন্টদের জোর পূর্বক বের করে দেবারো অভিযোগ আনেন। অবশ্য এ ব্যাপারে তিনি সংশিষ্ট কোন দপ্তরে অভিযোগ দেননি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল এমরাণ জানান, কোন প্রার্থী তার কাছে ভোট বর্জনের কোন লিখিত অভিযোগ দেননি। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন দিঘিরপাড় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের প্রতিপ প্রার্থীরা জোর পূর্বক আটকে রেখেছেন। তার অভিযোগের ভিত্তিতে সরেজমিন এ প্রতিবেদক ওই কেন্দ্রে গিয়ে দেখেন তার এজেন্ট রাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক আব্দুর রশিদ বুথের ভিতরে অবস্থান করে ভোট গ্রহনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময় তার কাছে জোর পূর্বক আটকের বিষয়ে জানতে চাইলে তিনি (আব্দুর রশিদ) বলেন, কেউ তাকে বুথ থেকে ভয়-ভীতি দিয়ে বের করে দেয়নি এবং জোর করে OLYMPUS DIGITAL CAMERAআটকিও রাখেনি। এর কিছুন পর অভিযোগ কারী প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ সেখানে উপস্থিত হন। এ সময় ভোট বর্জনের ঘোষনার কথা বলে ওই এজেন্টকে বুথ থেকে বের হতে বলেন। কিন্তু ওই এজেন্ট বুথ থেকে বের হতে না চাইলেও আব্দুল আলীম জিন্নাহ তাকে জোরপূর্বক টেনেহিচড়ে বের করে আনেন। এ সময় সেখানে উপস্থিত সকলের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়। পরাজয় আঁচ করতে পেরেই ভোট বর্জনের নাটকের অংশ হিসেবে তার এজেন্টকে এভাবে বুথ থেকে বের করে আনার এ দৃশ্য দেখে অনেকে কানাঘুষা করে বলেন, চেয়ারম্যান প্রার্থীর একি কান্ড !

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।