মণিরামপুর বাজারস্থ পূরবী সিনেমা হলের দক্ষিন সীমানায় অবস্থিত হাসমতের মদের দোকান থেকে ৯ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসময় পুলিশ ২৫০ গ্রাম ওজনের মদের ১৩ টি প্যাকেট উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে,দোকানের কর্মচারী হাসমত (৫৫),কেশবপুরের মৃত আমীর আলী মড়লের পুত্র আনোয়ার হোসেন (৪২), মণিরামপুরের আবুল হোসেনের পুত্র আ.আজিজ (৫০),মোহন পুরের মৃত নূর আলী বিশ্বাসের পুত্র হাফিজুর রহমান (৪৪),বিজয়রামপুরের মৃত মহাতাফ উদ্দিনের পুত্র নূর মোহম্মদ (৬০),দূর্গাপুরের কওসার আলীর পুত্র আলমগীর হোসেন (৩০),চন্ডিপুরের সাহাদত আলীর পুত্র হাফিজুর রহমান (৩৫),কামালপুরের শফিকুল ইসলামের পুত্র আজিজুর রহমান (২৬) এবং শরুপদাহ গ্রামের মৃত মোহম্মদ আলীর পুত্র বজলুর রহমান (৪২)। আগামীকাল এদেরকে মাদক আইনে আদালতে চালান দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। সুত্র মতে,মণিরামপুরে দেশী মদ পানের ৬৩ জনকে লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু আটককৃতদের কারও লাইসেন্স নেই। এমনি হাসমতের মদের দোকান নামে যে হাসমত খ্যাত তারও লাইসেন্স নেই। সে মূলত ওই দোকানের বেতনভুক্ত কর্মচারী।