বিয়ে হলো না রেশমা খাতুনের। স্থানীয় বিভিন্ন এনজিও সংস্থার কর্মীদের হস্তক্ষেপে অবশেষে বিয়ের আসরে বসা বিয়েটি বন্ধ হয়ে গেল। গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অবশেষে একটি বাল্য বন্ধ করা হয়েছে। কন্যা অপ্রাপ্ত বয়স থাকায় প্রশাসনের চোখ ফাকি দিয়ে সু-কৌশলে মেয়েকে বিয়ে দিচ্ছিল বাবা।
ঘটনাটি ঘটেছে মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে দিন মজুর কওছার আলীর অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে রেশমা খাতুন (১৪)। একই উপজেলার চালুয়াহাটি গ্রামের তাজম্মুলের ছেলে বিল্লাল হোসেনে সাথে বুধবার গভীর রাতে বিয়ের অনুষ্ঠান ঠিকঠাক করেন। সংবাদ পেয়ে রুরাল ইমপ্রুভমেন্ট কমিটি (রিক) এর রাজগঞ্জ শাখার নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সহযোগিতায় রাতে মেয়ের বাবার লিখিত সহ বিয়েটি বন্ধ হয়।