মণিরামপুর থানার ছাদে আত্মহত্যা করেছেন পুলিশের এক উপ পরিদর্শক। শনিবার ভোর সোয়া চারটার দিকে মণিরামপুর থানায় এ ঘটনা ঘটে। ভোর ৫টা ১০ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক খান আলী আকবর নামে ওই পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোল্ল্যা খবির আহমেদ জানান, ভোর সোয়া চারটার দিকে আকস্মিক একটি গুলির শব্দ শুনতে পান থানার অন্যান্যরা। ঘটনা বুঝতে চারিদিকে খোঁজ খবর নেয়ার এক পর্যায়ে ছাদে উঠে খান আলী আকবরকে পড়ে থাকতে দেখা যায়। পাশে একটি রিভলবর ও একটি গুলির খোশা পাওয়া যায়। দ্রুত তাকে মণিরামপুর হাসপাতাল, সেখান থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
ওসি আরও জানান, তিনি আত্মহত্যা করেছেন বলেই আমাদের ধারণা। দুই স্ত্রী নিয়ে তিনি পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। রাতে তিনি থানা এলাকায় জরুরি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর কোন এক সময় ছাদে উঠে এ ঘটনা ঘটান। আলী আকবরের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাড়া উপজেলার নওখোলা গ্রামে।