মণিরামপুর উপজেলার কুয়াদা হাতিয়ারহাটে এক ব্যক্তির জমিতে আশ্চার্যজনক একটি ফুল ফুটেছে। ফুলটি একনজর দেখতে অনেক নারী-পুরুষের ভিড় জমছে। স্থানীয় সূত্র মতে, মণিরামপুর উপজেরার সিরাজসিঙ্গা গ্রামের মৃত ওমর সরদারের ছেলে আকবার আলী হাতিয়ারহাট দীঘির পাশে একটি জমিতে চাষাবাদ করে আসছিলেন।
সোমবার সকালে ওই পরিবারের লোকজন জমিটি দেখতে যান। এ সময় জমিতে দেখতে পান আশ্চার্যজনক বিশাল আকৃতির একটি ফুল। বিষয়টি জানাজানি হলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ফুলটি দেখার জন্য ভিড় করে। তবে, ফুলটির নাম কেউ সঠিকভাবে বলতে না পারলেও অনেকেই বলছে স্বপ্নের ফুল, আবার কেউ কেউ বলছে ব্যাঙের ছাতার ফুল, মাদ্রাস ওলের ফুল ও অচিন্তফুল ইত্যাদি। ইতিমধ্যে গ্রামের জৈনক সামাদ সরদার ও মোজাম উদ্দিন ফুলটিকে সংরক্ষণের ব্যবস্থা করেন বলে জানা গেছে।