মালয়েশিয়ায় নিয়ে যাবার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে শহিদ (২৫) নামে এক যুবককে নিয়ে অজ্ঞাতনামা স্থানে পাচারের অভিযোগে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। যশোর সদর উপজেলার ডহর সিংহা গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে মতিয়ার রহমান বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ভাই মনি গাজীর মাধ্যমে যশোরের মনিরামপুর উপজেলা রসুলপুর গ্রামের ইব্রাহিমের ছেলে আলমগীর হোসেনের সাথে পরিচয়। পরিচয়ের সুত্র ধরে উক্ত আলমগীর হোসেন মতিয়ার রহমান ও তার ছেলে শহিদকে ভাল বেতনে চাকুরী দেয়ার প্রলোভন দেয়ার কথা বলে মালয়েশিয়ায় নিয়ে যাবার কথা বলে। গত বছর ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় মাতিয়ার রহমানকে না জানিয়ে তার ছেলে শহিদকে ফুসলিয়ে আলমগীর হোসেন বাড়ি হতে বের করে মালয়েশিয়ার নামে অজ্ঞাতস্থানে পাচার করে। পরে আলমগীর হোসেনের কাছে জিজ্ঞাসাবাদ করলে সে বলতে পারেন না।পরে এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে দেন দরবার করার এক পর্যায় কোতয়ালি থানায় মানব পাচার আইনে মামলা এজাহার দায়ের করেন।