ভিজিএফ এর চাউল চুরির মামলায় যশোরের মণিরামপুর থানা পুলিশ আব্দুল হামিদ নামের ওয়ারেন্টভুক্ত এক ওয়ার্ড মেম্বরকে আটক করেছে। বুধবার সন্ধ্যায় থানার এসআই জহির রায়হান স্থানীয় ঢাকুরিয়া বাজার থেকে তাকে আটক করে। আব্দুল হামিদ উপজেলার চান্দুয়া গ্রামের মৃত. কছিম উদ্দিন সরদারের ছেলে। সে ৫ নং হরিদাসকাঠি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর।
স্থানীয় সুত্রে জানাযায়, গত আড়াই বছর পূর্বে আব্দুল হামিদের বিরুদ্ধে ভিজিএফ এর চাউল চুরির অভিযোগ ওঠে। তখন বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর তার কিছুই হবেনা বলে আব্দুল হামিদ সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এর পরপরই তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। আব্দুল হামিদ ওই মামলার পলাতক আসামী।