যশোর সিআইডি পুলিশের একটি দল গতকাল বুধবার মণিরামপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কাপড়সহ ১ জনকে আটক করেছে। তবে অভিযোগ উঠেছে, ৩ লাখ ৪০ হাজার টাকার মালামালের সিজারলিষ্ট করে মণিরামপুর থানায় জমা দিয়ে বাকী কাপড় স্থানীয় একটি চক্র ও সিআইডি সদস্যরা ভাগবাটোয়ারা করে নিয়েছে।
একাধিক সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে সিআইডি পুলিশের সদস্যরা পৌরএলাকার গাংড়ার মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় তারা একটি নসিমন ভর্তি ভারতীয় ওই মালামালসহ মণিরামপুর উপজেলার তেঘরী গ্রামের তোরাফ আলীর পুত্র নসিমন চালক ওসমান আলীকে আটক করে। এরপর ওই মালামাল মণিরামপুর থানায় নিয়ে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় বিতর্কিত একটি চক্রের কয়েকজন ও সিআইডি পুলিশের সদস্যরা নানা ধরনের নাটক শুরু করে বলে অভিযোগ। পরে ওই মালামাল থেকে সিংহভাগ আত্মসাৎ করার পর আটক মালামালের ব্যাপারে সিআইডি’র এসআই ফখরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। তাদের সিজারলিষ্ট করা মালামালের মধ্যে রয়েছে ২০ বান্ডিল শার্টের পিস, ১১৯ পিস শাড়ি ও ২৭ পিস রেইনকোর্ট। যার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দানকারী সিআইডি পুলিশের ওসি শাহদারা খান ও হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, কয়েকটি রেইনকোর্ট ও শাড়ি কয়েকজনকে দেয়া হয়েছে, এর বেশি আর কোন মালামাল আত্মসাৎ করা হয়নি। মণিরামপুর থানার ওসি মোল্লা খবীর আহমেদ জানান, অভিযান চালিয়েছে সিআইডি পুলিশ, ফলে ওই তথ্য দিবেন তারা। এছাড়া তারা সিজারলিষ্ট করে যেভাবে মামলা দিয়েছেন সেভাবেই রেকর্ড করে তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহন করা হব্।ে