ঐতিহ্যবাহী মণিরামপুর পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার লাইব্রেরী মিলনায়তনে এক উৎসবমূখর পরিবেশে লাইব্রেরীর সদস্যদের সরাসরি ভোটে উক্ত নির্বাচন সম্পন্ন হয়েছে। সারাদিন চলমান গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও ভোটারদের শতস্পূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত ভোট গ্রহণের মধ্যদিয়ে কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্য নির্বাচিত হয়। এরপর সহ-সভাপতি পদে যথাক্রমে আব্বাস উদ্দিন, আব্দুল আলীম, সাধারণ সম্পাদক পদে মোঃ নূরুল হক, সহ-সাধারণ সম্পাদক এস,এম সিদ্দিক, কোষ্যাধ্যক্ষ পদে কাছেদ আলী টনি, পাঠাগার সম্পাদক পদে মো: মনিরুজ্জামান টিটো, সাহিত্য সম্পাদক হোসাইন নজরুল হক, সাস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান রয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক অশোক কুমার বিশ্বাস এবং নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ বাবুল আক্তার, সাজেদুর রহমান লিটু, চৈতি আহম্মেদ রুমা, টি,এম সায়ফুল আলম ও আলী হোসেন নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য মণিরামপুর পাবলিক লাইব্রেরীর গঠণতন্ত্র অনুসারে সভাপতির দায়িত্ব পালন করবেন পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার। নির্বাচনে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলামসহ উপজেলা নির্বাচন অফিসার এমরান হোসেন, পরিসংখ্যান অফিসার আলমগীর হেসেন ও সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা দায়িত্ব পালন করেন।