ঢাকারবিবার , ২৬ জুলাই ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী

admin
জুলাই ২৬, ২০১৫ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মণিরামপুর পৌরসভা ২য় শ্রেণীতে উন্নীত হলেও নাগরিক সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত। ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় শহরের প্রান কেন্দ্রে রাস্তার উপর হাটু পানি । বিশেষ করে পৌর-শহরে দুর্গাপুর মোড় থেকে পশু হাসপাতাল পর্যন্ত একটু বৃষ্টি হলে রাস্তায় হাটু পানি বাঁধে এবং রাস্তার উপর দিয়ে পানি প্রবল স্রোত বইতে থাকে। পানি নিঃস্কাশনের ড্রেন ভরাট হয়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি 10হচ্ছে। জনসাধারণের অভিযোগ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় এবং প্রয়োজনের মাত্র সিকি ভাগ ড্রেনেজ সুবিধা থাকায় জলাবন্ধতায় সমাধান হচ্ছে না। এদিকে শহরের কাঁচা বাজারে রাস্তার উপর দোকান, যশোর সাতক্ষীরা সড়কের দু’পাশে রাস্তার পাশে ১চালা দিয়ে দোকানপাট গড়ে ওঠায় শহরের মধ্য দিয়ে সহজে গাড়ি পারাপার হতে না পারায় যানজট লেগেই থাকে। বিশেষ করে রাজগঞ্জ মোড়ে সর্বক্ষন যানযট লেগেই থাকে। যার ফলে স্কুল কলেজগামী কোমলমতি ছাত্র/ছাত্রী ও অফিস আদালতে চাকুরিরত কর্মকর্তা কর্মচারীরা সময় মত কর্মস্থলে পৌছাতে  পারেন না। সুবিধা থেকে বঞ্চিত থাকার পরও পৌরবাসীর কাছ থেকে অদায় করা হচ্ছে নানামুখী কর। পৌর শহরে কোথাও কোন সার্স লাইট বা আলোর ব্যবস্থা নেই অথচ অলোকর আদায় করা হয় বলে শহরবাসির  অভিযোগ। পৌর শহরে স্বাভাবিক পরিছন্নতা বজায় রাখতে শতাধিক পরিছন্ন কর্মী প্রযোজন। কিন্তু বাস্তবে রয়েছে ৩০ । এসব পরিছন্ন কর্মী মাছ, কাপড়,তরকারি পট্টি ছাড়া অন্য কোথায় পরিস্কার পরিছন্ন রাখার কাজ করে না বলে এলাকাবাসির অভিযোগ রয়েছে। শহরে বিভিন্ন ময়লা ফেলার জন্য ডাষ্টবিন নির্মান করা হয়েছে। সেখানে মাসের পর মাস ময়লা আর্বজনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ডাষ্টবিন পরিষ্কারের কোন ব্যবস্থা গ্রহন করা হয় না বলেও অভিযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।