প্রায় ৫০ বছর পূর্বে মণিরামপুর থানা প্রতিষ্ঠিত হলেও এতদিন গেট ও নেমপ্লেট বিহীন ছিলো থানা। ফলে আইনী সহযোগীতা নিতে এসে থানা চিনতে অনেককেই পড়তে হয়েছে বিপাকে। অবশেষে থানার ওসি মোল্যা খবীর আহমেদের উদ্যোগে ও যশোর সিটি প্লাজার সৌজন্যে নির্মিত হল থানার নতুন গেট। রবিবার বেলা ১২ টার দিকে থানার নব-নির্মিত গেট দৃষ্টিনন্দন গেটের ফলক উন্মোচন করলেন পুলিশ সুপার (যশোর) আনিসুর রহমান। এসময় বিশেষভাবে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (যশোর) আরিফুল হক,যশোর সিটি প্লাজার মালিক এয়াকুব আলী, কেশবপুর থানার ওসি মাহতাব উদ্দীন, মণিরামপুর থানার ওসি মোল্যা খবির আহমেদ,ওসি (তদন্ত) তাহেরুল ইসলামসহ থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাবৃন্দ।