মণিরামপুর অফিস
মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনয়ণ ও মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: আমজাদ হোসেন লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, ইউপি সদস্যবৃন্দ, ইউপি আ’লীগের সাবেক সভাপতি অসীত রাম মজুমদার, জামায়াত নেতা দেলোয়ার হোসেন প্রমূখ। সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারনের মতামতের ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে প্রধান অতিথি উপজেলার ভোজগাতী ইউপি পঞ্চবার্ষিকী সভায় বক্তব্য রাখেন।