ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের ছেলে আশিক হতে চাই ইঞ্জিনিয়ার: অাশা নিয়ে পথচলা

admin
আগস্ট ১০, ২০১৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর পৌর শহরের তাহেরপুর গ্রামের বিনয় চক্রবর্তীর একমাত্র সন্তান আশিক চক্রবর্তী (১৮) বড় হয়ে হতে চাই ইঞ্জিনিয়ার। সে ২০১৪ সালে এস,এস,সি পরিক্ষায় উরতিন্ন হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য খুলনার একটি পলিটেকনিক ইনষ্টিটিউট এ পড়ালেখা করতে আসে। সে খুলনায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। ছেলেটির বাবার অর্থ-সম্পদ থাকা সত্তেও সে নিজে পারট টাইম চাকরী করে নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছে। তাকে প্রশ্ন করা হল, তোমাasiqর বাবার অঢেল সম্পদ থাকা সত্তেও তুমি নিজে চাকরী কর কেন? তখন সে বলে, আমি নিজে থেকে কিছু করতে চাই। আর আমার থেকে ভালোলাগে,কেননা আমি যদি কোন সময় অবসর হয়ে থাকি তখন খারাপ লাগে।তখন তাকে প্রশ্ন করা হল অবসর সময় তো তুমি পড়তে পারো? উত্তরে বলে পড়ালেখার জন্য একটা উপযুক্ত সময় আছে।আর তাছাড়া সারাদিন পড়লে ভাল রেজাল্ট করা সম্ভব কিনা জানিনা তবে এতে করে ব্রেন এ প্রচুর চাপ পড়ে যার ফলাফল আপনারাও জানেন। আসলে এ ধরনের কথা আজ কতজন স্টুডেন্ট ভাবে?। কতজন স্টুডেন্ট বাবার অর্থ সম্পদ থাকা সত্তেও সে নিজে ইনকাম করে পড়ালেখা করে। তার এই চিন্তা ভাবনা সকল শিক্ষার্থীদের মাঝে জানানোর জন্য আমাদের এই প্রতিবেদন।আর আশা করি ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যাতে সে তার সপ্নের সিঁড়ি বেয়ে উঠতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।