বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ের পাশাপাশি চিকিৎসা সেবার মধ্যে মনিরামপুর একমাত্র রক্তদান সংস্থার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী হতে যাচ্ছে। (১৪/০৮/২০১৫ ইং) শুক্রবার মণিরামপুর পৌরসভা চত্ত্বরে অভেদ রক্তদান সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। বিনামূল্যে চিকিৎসা সেবার কাজে দায়িত্ব পালন করবেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার অরুপ জ্যোতি ঘোষ এবং ডাক্তার তন্ময় বিশ্বাস।
শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে থাকছে কালো ব্যাচ ধারন, শোভাযাত্রা,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও চিকিৎসা সেবা অতিথিদের অভেদ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনিরামপুরের সকল ভাই ও বোনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৫ মনিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র এড. শহীদ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহম্মেদ, যশোর পল্লী বিদ্যৎ-২ এর জেনারেল ম্যানেজার সালাউদ্দিন আল বেতার, মনিরামপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংস্থার নেতৃবৃন্দসহ সুধীজন ও সচেতনমহল।