যথাযোগ্য মর্যাদায় মণিরামপুরে বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ভোরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পার্ঘ্য অর্পন শেষে পৌরশহরে এক শোকর্যালী, আলোচনাসভা পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ মোল্লা খবীর আহমেদ, ভাইস চেয়ারম্যান নাজমা প্রমূখ। পরে উপজেলা নির্বঅহী অফিসারের সভাপতিত্বে পরিষদের মিলনায়তনে আলোচনাসভা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর অনুষ্ঠিত চিত্রাঙ্কন, বক্তব্য, হাম-নাত ও রচনা প্রতীযোগীতায় আংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।