যশোর-৫ আসনের সাবেক এমপি খান টিপু সুলতানের যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা আলমারি ভেঙ্গে দেড় লাখ টাকা নিয়ে গেছে। শনিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার কামরুল সরদার মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বাড়িতে খান টিপু সুলতান এবং তার স্ত্রী ডা. জেসমিন আরা থাকেন। কামরুল সরদার ওই বাড়ির কেয়ারটেকার হিসাবে কাজ করেন। রবিবার সকালে তিনি বাড়ির উত্তর দিকের জানালার গ্রিল কাটা দেখতে পান। এরপর ঘরে থাকা স্টিলের আলমারি ভাঙ্গা এবং কাগজপত্র তছনছ অবস্থায় পান। সাথে সাথে তিনি বিষয়টি খান টিপু সুলতানের রাজনৈতিক সহকারী প্রণব ধরকে জানান। প্রণব ধর ঘটনাস্থলে যান। এসময় আলমারিতে রাখা দেড় লাখ টাকা খুঁজে পাননি তারা।