‘দিন বদলের বাংলাদেশ,ফল বৃক্ষে ভরবো দেশ’-এ স্লোগানকে সামনে রেখে মণিরামপুরে ৫ দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত তরফদার একটি প্রতিবেদন উপস্থাপন করেন। কৃষিবীদ ফজলুল হক মনির সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপণ ভট্রাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু,উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক ও নাজমা খানম প্রমূখ। অনুষ্ঠান শেষে কৃষি বিভাগের উদ্যোগে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।