মণিরামপুর থানা পুলিশ পৌর শহরের নব নির্মিত অডিটোরিয়াম (পুরাতন ট্রাক টার্মিনাল) চত্বরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৪ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে থানার এসআই পলাশ ও এসআই মাসুম যৌথ অভিযান চালিয়ে এদের আটক করে। আটককৃতরা হলেন, পৌর শহরের আংশিক দূর্গাপুর এলাকার আবুল কাশেমের ছেলে মুক্তার (৪৫) ও বিজয়রামপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে জহিরুল (৪২)।
পুলিশ জানায়, গোপন আটক দু’জন অডিটোরিয়াম এলাকার টিনের চালার নিচে বসে মাদক কেনা বেচা করছে । তখন পুলিশ হানা দিয়ে এদের আটক করে। আটক মুক্তারের কাছ থেকে ৪ পিচ ও জহিরুলের কাছ থেকে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রতক্ষদর্শী জানান, এরা বিভিন্ন গাড়িতে কাজ করে। যখন কোন কাজ না থাকে তখন ওই টিনির চালার নিচে বসে কার্ড খেলে। ঘটনার সময়ও আটক দু’জনসহ কয়েকজনে মিলে কার্ড খেলছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।