গাঁজার গাছ খাওয়াকে কেন্দ্র করে যশোরের মণিরামপুরে গরুর পা কেটে নিয়েছে শান্তি তাতি ও তার ছেলে শেখর তাতি নামে দুই মাদক ব্যবসায়ী। পরে গরুর মালিকের অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাছার গাঁছ উদ্ধার করে স্থানীয় গ্রাম পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পারখাজুরা গ্রামে। তবে এঘটনার পর পরই পালিয়েছে গাঁজা ব্যবসায়ী পিতা-পুত্র।
গ্রাম পুলিশ ও স্থানীয়রা জানান, ২৬ আগস্ট পারখাজুরা গ্রামের উদিষ বিশ্বাসের একটি গরু মাদক ব্যবসায়ী শান্তি তাতির বাড়িতে ঢুকে গাঁজার গাছ খায়। এতে ক্ষিপ্ত হয়ে শান্তি তাতি ও তার ছেলে শেখর তাতি গরুটির একটি পা কেটে নেয়। এ খবর দ্রুত এলাকায় চাউর হয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায় ক্ষুদ্ধ গ্রামবাসী মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আতিয়ার রহমানকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ীর বাড়িতে যায়। এসময় তারা বাড়ির মধ্যে লাগানো প্রায় ২০ কেজি গাঁজা গাছ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ওই গাঁজা গাছ মশ্মিমনগর ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। খবর পেয়ে দ্রুত মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করে। তবে এঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী পিতা-পুত্রক আটক করতে পারেনি পুলিশ