মণিরামপুরে স্ত্রীর দায়ের করা পৃথক দুটি মামলায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম নামের এক পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে থানার এসআই জহির রায়হান উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলা এলাকা থেকে তাকে আটক করে। আরিফুল একই ইউনিয়নের সন্দ্রা গ্রামের ফকির আহমেদের পুত্র।
থানার এসআই জহির রায়হান জানান, আরিফুলের স্ত্রী সুরাইয়া পারিবারিক আদালতে ১১ সালে ও ১২ সালে তার নামে পৃথক দুটি মামলা করে। আদালত ১১ সালের মামলায় আরিফুলকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ২ মাসের সাজা দেয় এবং ১২ সালের পারিজারি মামলায় তাকে ৩ মাসের সাজা দেয়। তিনি আরো জানান,আরিফুল এতদিন ঢাকায় পালিয়ে থেকে রিক্সা চালাত। সম্প্রতি তার বাড়ি ফেরার খবর পেয়ে বুধবার রাত সাড়ে আটটার দিকে কাশিমনগর মান্দারতলা এলাকা থেকে আটক করা হয়েছে।