প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অহংঙ্কার উল্লেখ করে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার বলেছেন, এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। সোমবার বিকালে মণিরামপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র-জনতার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের নব গঠিত আহব্বায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানের পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা সভাপতি কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন লাভলু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক ফারুক হোসেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। বিশেষ বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. আলী রায়হান, জেলা আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, আসিফউদ-দ্দৌলা অলোক, রিজাউল ইসলাম, শাহীনুর রহমান হ্যাপী, জেলা মহিলালীগ সভানেত্রী নূর জাহান ইসলাম নীরা, জেলা আ’লীগ নেতা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, মণিরামপুর উপজেলা আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক, মিকাইল হোসেন, ভাইস চেয়ারম্যান নাজমা খানম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান বিপু, শফিকুল ইসলাম জুয়েল, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন ইমন, আলমগীর হোসেন, রেজওয়ান মিথু, এস,এম জাবেদ, সাইফুল ইসলাম রনি, পিয়াল কবির, এম এম কলেজ ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি, আসাদুজ্জামান আসাদ, তারেক মির্জা, এড. বশির আহমেদ খান, সন্দীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, জামাল হোসেন, আবু তালেব, হুমাযূন কবির প্রমুখ।