মণিরামপুরে জুয়ার আসর থেকে ৫ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে থানার এসআই মাসুম,এসআই পলাশ এবং এএসআই মোর্শেদসহ সঙ্গীয় ফোর্স উপজেলার মাসনা নতুন বাজার এলাকা থেকে এদের আটক করে। আটক ৫ যুবকের বাড়ি মাসনা গ্রামে। এরা হলেন- ওই গ্রামের আরশাদ মোড়লের ছেলে জাহাঙ্গীর (২২),আব্বাস সরদারের ছেলে রবিউল (২৪),জিয়ার সরদারের ছেলে রিয়াদ (১৭),মৃত মিজান সরদারের ছেলে ইউসুফ (২৪) এবং আ.কুদ্দুস গাজীর ছেলে আব্দুল্লাহ। এসআই মাসুম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আটককৃতরা মাসনা নতুন হাট বাজারে বসে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, আটককৃতরা সকলে মাঠে কাজ করে। কাজ শেষে ওরা রাতে স্থানীয় মাসনা নতুনহাট বাজারে রবিউলের মুদির দোকানের সামনে বসে মজা করে তাস খেলছিলো। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ তাহেরুল ইসলাম জানান,আটক ৫ জনকে আদালতে চালান দেয়া হয়েছে।