বিএনপির সিনিয়ন ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস মণিরামপুরে পালিত হয়েছে। বৃহষ্পতিবার এ উপলক্ষে মণিরামপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পৌর সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা
সভাপতি পৌর মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো: ইকবাল হোসেন। বক্তব্য রাখেন পৌর সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর বসু মোল্যা, পৌর সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুগ্ন সম্পাদক প্যানেল মেয়র মফিজুর রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল গণি মোড়ল, বিএনপি নেতা শেখ আবু তাহের, যুবদল নেতা ভুট্টো, আব্বাস উদ্দীন, থানা ছাত্রদলের সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদ, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন প্রমূখ।