যশোরের মনিরামপুর উপজেলার উন্নয়নমূলক দুটি কাজের শুভ উদ্বোধন করেছেন উপজেলার চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। রোববার সকালে একটি ব্রীজ ও একটি কমিউনিটি কিনিকের ভিত্তি প্রস্তর স্থান করা হয়। প্রথমে হালসা গজশ্রী ব্রীজের উপর সেতুর উদ্বোধন ও পরে ঘুঘুরাইল কমিউনিটি কিনিকের ভিত্তি প্রস্তর স্থান ও উদ্বোধন করেন তিনি। ঘুঘুরাইল চাতালের পাশে এ সময় স্থানীয় জনগণ উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা অনুষ্ঠান করেন।
মনিরামপুরে ব্রীজ ও কমিউনিটি কিনিক উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান লাভলু প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ছাড়াও ওই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোচগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খানপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ, রোহিতা ইউনিয়ন আ’লীগ সভাপতি হাফিজ উদ্দিন, শ্যামকুড় ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহিনুর রহমান, মনোহরপুর ইউনিয়ন সভাপতি কালিপদ মন্ডল, হরিদাসকাটি ইউনিয়ন সভাপতি বিপদ ভঞ্জন পাড়ে, শ্রমিক লীগের জেলা নেতা বাবুল করিম বাবলু, শ্যামকুড় ইউনিয়ন আ’লীগের নেতা নজরুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুল আলীম জিন্নাহ, পৌর আ’লীগ নেতা মোজাম্মেল হোসেন মেল, প্রভাষক ফারুক হোসেন, যুবলীগ নেতা শরীফ হোসেন, মিজানুর রহমান,ছাত্রলীগ আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ,যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, বাপ্পী কুন্ডু প্রমূখ।