ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া পাচার মামলায়, মণিরামপুরের আলমগীরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

admin
সেপ্টেম্বর ৬, ২০১৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর সদর উপজেলার ডহরসিংহা গ্রামের শহীদ হোসেন নামে এক যুবককে মালয়েশিয়া পাচারের মামলায় আলমগীর হোসেন নামে একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রোববার আদালতে এ চার্জশিট দাখিল করেন।  অভিযুক্ত আলমগীর মণিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের ইব্রহিমের ছেলে।  মামলার বিবরণে জানা যায়, পাচারের শিকার শহীদ হোসেন তার চাচা শাহাজাহানের মাধ্যমে আসামি আলমগীরের সাথে পরিচিত হয়। এরপর আলমগীর প্রায় তাদের বাড়িতে আসা-যাওয়া করত। আলমগীর একপর্যায়ে  শহীদকে ভালো বেতনে মালয়েশিয়ায় চাকরির প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলেও নানাভাবে প্রলোভিত করতে থাকে আলমগীর। সর্বশেষ ২০১৪ সালের ১৫ ডিসেম্বর কাউকে না জানিয়ে শহীদকে বাড়ি থেকে নিয়ে যায় আসামি আলমগীর। এরপর থেকে শহীদের আর খোঁজখবর পাওয়া যায়নি। আলমগীরের কাছে শহীদের ব্যাপারে খোঁজ নিলে বিষয়টি এড়িয়ে যেতে শুরু করে। শহীদকে উদ্ধারে ব্যর্থ হয়ে ২০১৫ সালের ১০ জুন কোতোয়ালী থানায় পাচারের অভিযোগে মামলা করেন তার পিতা মতিয়ার রহমান। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোকাদ্দেস হোসেন তদন্ত শেষে শহীদকে পাচারের সাথে আলমগীরের জড়িত থাকার প্রমাণ পান। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। আলমগীর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।