ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক-১

admin
সেপ্টেম্বর ৮, ২০১৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরে প্রায় ৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার মুন্সিখানপুর ইন্তাজ ডাক্তারের মোড় নামকস্থান থেকে স্থানীয় জনতার সহতায় পুলিশ আটক করে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিখানপুর গ্রামের ইন্তাজ ডাক্তারের মোড় নামকস্থান থেকে এ বিপুল পরিমাণ ঔষধ আটক করা হয়। এ সময় নছিমন ভর্তি করে ওই ওষুধ ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় জনতার সন্দেহ হলে তা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমন চালক জিয়াউর রহমানসহ ওই মালামাল আটক করে। আটক জিয়াউর রহমান কলারোয়া উপজেলার মোরালীকাটি গ্রামের রওশন আলী দালালের পুত্র। আটক ওষুধ ফরিদপুরের জনৈক জুয়েল ও কলারোয়ার সিরাজুলের বলে জানাগেছে। আটক ওই দু ধরনের ওষুধের পরিমান যথাক্রমে ১ লাখ ২০ হাজার ও ২১ হাজার ৬শ পিচ। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আটক ওষুধের প্রকৃত মালিককে আটক করা পারেনি পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।