যশোরের মণিরামপুরে সপ্তাহ ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে উক্ত মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও মণিরামপুর উপজেরা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আছমা আক্তার বৃষ্টি, সরকারী পাইলট উচ্চ (বালক) বিদ্যালয়ের শিক্ষার্থী তুষার মিত্র প্রমুখ।