মণিরামপুর পৌরসভা গেটের সামনে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে ও বিভিন্ন দাবীতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাসের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদের জেলা সমন্বয়ক শাহজাহান আলী, সিপিবি নেতা ইলাহদাদ খান, আজিজুর রহমান, মনোরঞ্জন বিশ্বাস, বাসদ নেতা আক্কাছ আলী প্রমুখ।