মণিরামপুরে অপহরণের তিনদির পর মেহেদী হাসান নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের উপজেলার বেগারীতলা বাঁশমোড় এলাকা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদী উপজেলার গালদাহ গ্রামের খালিদ হাসানের ছেলে এবং গালদা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে এলাকার লোকজন রাস্তার পাশে একটি নার্সারী বাগানের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মেহেদীর বাবা খালিদ হাসান জানান, তিনদিন আগে তার ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে তিনি মনিরামপুর থানায় একটি সাধারণ জিডিও করেন। আজ সকালে তার ছেলের মৃত্যুর খবর জানতে পারে তিনি। এদিকে, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।