মণিরামপুরে মাদক মামলায় তারেক আলী (৫০) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে থানার এসআই জহির রায়হান তাকে উপজেলার সিরালি মদনপুর গ্রাম থেকে আটক করেন। তারেক ওই গ্রামের মৃত সোনা মেয়ার ছেলে। আটক তারেক জানান, বছর তিনিক আগে সিরালি মদনপুরের মহসিন নামের এক মাদক ব্যবসায়ী তাকে টাকার বিনিময়ে ভাড়া করে দেড়কেজি গাঁজা নিয়ে খুলনায় পাঠায়। পথে নড়াইলের কালিয়া পেডলী ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। এসআই জহির রায়হান জানান,তারেক ওই মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।