ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে

admin
সেপ্টেম্বর ১৭, ২০১৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামীরা প্রকাশ্যে থাকলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এদিকে, মামলা তুলে নেয়ার জন্য আসামীরা প্রতিনিয়তই হুমকি দিচ্ছে বাদী পক্ষকে। একইসাথে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীকে পুনরায় অপহরণের হুমকীও দিচ্ছে তারা। মামলার বিবরণে জানা যায়, উপজেরার রাজগঞ্জের মশ্মিনগর গ্রামের মোস্তফা গাজীর ছেলে শিমুল হোসেন একই গ্রামের মাহবুবুর রহমানের স্কুল পড়–য়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। কিন্তু এতে সে সাড়া না দেয়ায় চলতি বছরের ১ জুন শিমুলের নেতৃত্বে দুর্বৃত্তরা মাইক্রোবাসযোগে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে। পরে রাজশাহীতে নিয়ে কয়েক দিন ধরে তাকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ৭ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়েরও করেন। এরপর থেকেই আরো বেপরোয়া হয়ে ওঠে শিমুল বিশ্বাস ও তার সহযোগীরা। মামলার বাদী আনোয়ারা বেগম জানান, শিমুল ও তার সহযোগীরা প্রায়ই বাড়িতে এসে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিচ্ছে। না হলে পুনরায় তার মেয়েকে তুলে নিয়ে যাবে বলে ভয়ভীতি প্রদর্শণ করছে। তিনি আরো জানান, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। এদিকে, ওই স্কুল ছাত্রীর পিতা মাহবুবুর রহমান অভিযোগ করেছেন, শিমুল বিশ্বাস স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। এমনকি ওই নেতার কারণে পুলিশও আটক করছে না শিমুলকে। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই মতিয়ার রহমান গ্রামের কাগজকে জানান, দীর্ঘ তদন্ত শেষে মামলার চার্জশীট আদালতে জমা দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।