ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে সর্বশান্ত অর্ধশত পরিবার

admin
সেপ্টেম্বর ১৮, ২০১৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মনিামপুরে আব্দুল হাই নামের এক আদম ব্যাপারী খপ্পরে পড়ে প্রায় অর্ধশত পরিবার এখন সর্বশান্ত। পরিবারগুলো ভিটেমাটি বিক্রি করে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার ভুক্তভোগি পরিবারগুলো সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেছেন। তারা আব্দুল হাই এর বিচারের দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগিরা জানায়, গার্মেন্টস কর্মী থেকে রাতারাতি আদম ব্যাপারী বনে যাওয়া আব্দুল হাই যশোর জেলার মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। মালয়েশিয়া,সৌদি আরব, দুবাই, আবুধাবিসহ বিভিন্ন দেশে লোক পাঠানো তার ব্যবসা। সে আত্মীয়তার সূত্র ধরে বিদেশ পাঠানোর নামে ডুমুরিয়া,কেশবপুর,মনিরামপুরসহ বিভিন্ন এলাকার অর্ধশত পরিবারকে সর্বশান্ত করেছে। ভুক্তভোগি ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের রহিম শেখ, বাবলু শেখ, বেলাল সরদার,আলামিন সরদার,রেজাউল মোল্ল্যা, শাহাপুর এলাকার আবু বক্কার, কেশবপুরের মঙ্গলকোট এলাকার মোকলেছ আকুঞ্জীসহ অনেকেই জানায়, ২০/২৫ বছর পূর্বে আব্দুল হাই ঢাকায় গিয়ে গার্মেন্টস এ চাকুরী করত। সেখান থেকে সে শুরু করে আদম ব্যবসা। প্রথমে কয়েকজন তার মাধ্যমে বিভিন্ন দেশে পাড়ি জমায়। এক পর্যায় বিভিন্ন আত্মীয়-স্বজনের মাধ্যমে সে লোক পাঠানো শুরু করে।  কয়েকজন ব্যক্তি তার কাছে মোটা অংকের টাকা দিয়েও বিদেশ যেতে পারেনি আবার অনেকেই বিদেশ গেলেও সেখানে গিয়ে চাকুরী না পেয়ে রীতিমত প্রতারণার শিকার হয়েছে। বিভিন্ন মাধ্যমে তাদের সকলের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে আব্দুল হাই। এদিকে সরেজমিনে যশোরের মনিরামপুর উপজেলার তাহেরপুরে তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানায়, আব্দুল হাই ৫/৬ বছর এলাকা ছাড়া। সে বর্তমান  ঢাকার মিরপুর দক্ষিণ পাইকপাড়া এলাকায় বিলাশ বহুল জীবন যাপন করছে। বিদেশ যাবার নাম করে সে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার খপ্পরে পড়ে এলাকার অনেক লোক এখন সর্বশান্ত। তারা আরো জানায়, ভুক্তভোগি অনেকেই আব্দুল হাই এর বাড়িতে এসে হামলা করে এবং তার স্ত্রীকে অবরুদ্ধ করে রাখে। বাধ্য হয়ে আব্দুল হাই এর স্ত্রী অনেকের কিছু কিছু টাকা পরিশোধ  করেন। তবে আব্দুল হাই এর স্ত্রী স্কুল শিক্ষিকা নারগিস বেগম জানান, তাঁর স্বামীর অনেক দেনা তিনি ইতিমধ্যে পরিশোধ করেছেন। এদিকে আব্দুল হাই এর কবলে পড়ে ভিটেমাটি বিক্রি করে অনেক পরিবার এখন নিঃস্ব হয়ে মানবেতার জীবন-যাপন করছে। তবে আব্দুল হাই এর সাথে  যোগাযোগ করা চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বর্তমান ভুক্তভোগি পরিবারগুলো আদম ব্যাপারী আব্দুল হাই এর সকল অপকর্মের  বিচারের দাবীতে মনিরামপুর থানার ওসি,উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।