ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের রোজিপুর কেএমএস মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে শিক্ষক নিয়োগের অভিযোগ

admin
সেপ্টেম্বর ১৯, ২০১৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার রোজিপুর কেএমএস মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক পদে গোপনে নিয়োগ বোর্ড করার অভিযোগ উঠেছে। রবিবার মণিরামপুর সরকারী বালক/বালিকা বিদ্যালয়ে এই বোর্ড অনুষ্ঠিত হবার কথা রয়েছে।সূত্র জানায়, রোজিপুর কেএমএস মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক পদে বিগত ২০১১ সালের ৩০ জুলাই হরিচাঁদ রায় নামে একজনকে নিয়োগ দেয়া হয়। কিন্তু তার শিক্ষক নিবন্ধন পত্র জাল হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তার নাম এমপিওভুক্ত করেননি। একই পদে ৪ বছর পর ফের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ওই শিক্ষকের পদ শূন্য না করে তাকে পুনরায় গোপনে নিয়োগ দেয়ার জন্য প্রধান শিক্ষক এই পাতানো নিয়োগ বোর্ড করছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র জানিয়েছে, এই পদের নিয়োগ পাওয়ার জন্য ৩ জন মহিলা ও ৪ জন পুরুষ প্রার্থী আবেদন করেছেন। ওই শিক্ষককে নেয়ার জন্য প্রধান শিক্ষক ৩ জন মহিলা প্রার্থীর আবেদন গ্রহণ না করে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ইন্টারভিউ কার্ড দিয়ে পাতানো এই নিয়োগ বোর্ড করছেন। এ কারণে এই নিয়োগ বোর্ড বাতিল করার জন্য মহিলা প্রার্থী পরিণীতা সরকার, স্বরলা রাণী মন্ডল ও মিনি বিশ্বাস বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। তাদের দাবি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রেসক্লাব ও থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দিয়েছে।  সূত্র মতে, এই স্কুলের কম্পিউটার শিক্ষক হরিচাঁদ রায়ের জাল-জালিয়াতির বিষয়টি প্রধান শিক্ষক নূর মোহম্মদ সরদার গোপন করে ৪ বছরের মধ্যে তার সনদপত্র সঠিক করে তাকে পুনরায় স্বপদে নিয়োগ দেয়ার জন্য ব্যাপক ততপরতা চালাচ্ছেন। এ জন্য তিনি হরিচাঁদ রায়ের নিকট হতে মোটা অংকের টাকা নিয়েছেন বলে স্থানীয়ভাবে জোরালো গুঞ্জন আছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক নূর মোহম্মদের ০১৯৩৬০১১৫৫৩ নম্বরে শনিবার সন্ধ্যা ৭টা থেকে বারংবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার এব্যাপারে মন্তব্য পাওয়া যায়নি। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।