নাম ধলা, মণিরামপুরের বাহাদুরপুর গ্রামের কৃষ্ণ গোপাল বিশ্বাস ৩ বতসর ধরে দু’টি গরু লালন-পালন করেছেন। অপরটির নাম কালা, নাম ধরে ডাকলেই যেন তারা পরস্পর বুঝতে পারে। বিশাল আকৃতির এই গরু দু’টি দেখতে বিভিন্ন এলাকার লোকজন তার বাড়ীতে ভীড় করছেন প্রতিনিয়ত। ঈদকে সামনে রেখে বিক্রি করাও সিদ্ধান্ত তাদের। মালিক প জানান, দু’টি গরু পৌনে ছয় ল টাকা দাম হাকিয়ে গেছেন ব্যবসায়ীরা। কিন্তু মালিক পরে চাহিদা ৮ ল টাকা হলে ছাড়বেন।