ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিন ভারী বর্ষণের সম্ভাবনা

admin
সেপ্টেম্বর ২১, ২০১৫ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদের দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া ওয়েবসাইট ওয়েদার ফরকাস্ট ডটকম এর তথ্য মতে ঈদের দিন ৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়ার প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ থেকে আগামী পাঁচ দিন ভারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ ২১ সেপ্টেম্বর সকাল ও দুপুরে ৮ মিলিমিটার, ২২ সেপ্টেম্বর সকাল ও দুপুরে ৫ মিলিমিটার, ২৩ সেপ্টেম্বর সকাল, দুপুর ও রাতে ৩২ মিলিমিটার, ২৪ সেপ্টেম্বর সকাল, দুপুর ও রাতে ৪৫ মিলিমিটার এবং ২৫ সেপ্টেম্বর ঈদের দিন সকাল, দুপুর ও রাতে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। মাসের পরবর্তী কয়েক দিন অর্থাত ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আকাশ থাকবে রোদ্রউজ্জ্বল। মাসের এ কয়েক দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে গতকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত যশোরে ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া খুলনায় ৭১ মিলিমিটার, সাতক্ষীরায় ৩৫ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ১১ মিলিমিটার এবং মংলায় রেকর্ড হয়েছে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত। যশোরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রী সেলসিয়াস। আজ সোমবার এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যার দরুন আজ এবং আগামী ৫দিন হালকা থেকে মাঝারি এবং ভারি বৃষ্টিপাত হতে পারে। সারা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।