ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

আজ পবিত্র ঈদুল আজহা “মনিরামপুর প্রতিদিন” এর ঈদ শুভেচ্ছা

admin
সেপ্টেম্বর ২৪, ২০১৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা বিশ্বের মুসলমানদের কাছে অন্যতম প্রধান ধর্মীয় উত্সব। এই ঈদের বিশেষ গুরুত্ব হলো, এ মাসেই মুসলমানদের মূল পাঁচটি স্তম্ভের একটি পবিত্র হজ পালিত হয়। বুধবার পবিত্র সেই হজও পালিত হয়েছে। হজ শেষে বৃহস্পতিবার সৌদি আরবে ঈদ উদযাপন করছেন হাজিরা। জাতীয় চাঁদ দেখা কমিটি গত সপ্তাহেই ঈদের তারিখ ঘোষণা করেছে। সেই হিসাবে দেশে ঈদুল আজহা উদযাপিত আজ শুক্রবার। ঈদ উপলক্ষে ‍”মনিরামপুর প্রতিদিন” এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান। “মনিরামপুর প্রতিদিন” এর পক্ষ থেকে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা রইল। মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উত্সব ঈদুল ফিতর ও ঈদুল আজহা প্রতিবছর ১১ দিন করে এগিয়ে আসে। কারণ ঈদ উদযাপিত হয় চান্দ্র মাস অনুযায়ী। ইসলামের পরিভাষায় কোরবানি হলো আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দষ্টি সময়ে হালাল পশু কোরবানি করা। কোরবানির ঈদ নামে পরিচিত ঈদুল আজহার অন্যতম শিক্ষা হচ্ছে, মনের কুপ্রবৃত্তিকে পরিত্যাগ এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) তাঁর ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। তবে ঈদের পরও দুই দিন অর্থাত্ ১১ ও ১২ জিলহজেও পশু কোরবানি করার ধর্মীয় বিধান আছে। আজ শুক্রবার সকালেই মুসলি্লরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে আসবেন ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য। খতিব খুতবায় তুলে ধরবেন কোরবানির তাত্পর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব-নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন কোলাকুলির মাধ্যমে। এরপর হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের ভেতরের পশুত্বকে পরিহার করা ও আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করবেন তাঁরা। যে ব্যক্তির ওপর জাকাত ফরজ তাঁর ওপর কোরবানি ওয়াজিব। আর্থিক সংগতিসম্পন্ন প্রত্যেক মুসলমানকেই কোরবানি দিতে হয়, এটি আল্লাহর বিধান। কোরবানির মাধ্যমে মুসলমানের ইমান ও তাকওয়ার পরীক্ষা হয়ে থাকে। তবে পশু কোরবানির পর পরিচ্ছন্নতার বিষয়টিতেও জোর দিতে হবে। নগর হোক কিংবা গ্রাম, কোরবানির পর পশুর রক্ত ও আবর্জনা নিজ উদ্যোগে পরিষ্কার করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।