ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে পৌর নির্বাচনে মেয়র পদে পিতা-পুত্রের লড়াই

admin
সেপ্টেম্বর ২৭, ২০১৫ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মনিরামপুরে পৌর নির্বাচনে আওয়ামীলীগ সেক্রেটারি গোলাম মোস্তফা ও তার পুত্র প্রভাষক ফারুক হোসেন মেয়র পদে প্রার্থী হবার ঘোষনা দিয়েছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি ফেইসবুকে এমন খবর ছড়িয়ে পড়ায়, এটিকে পিতা-পুত্রের লড়াই বা সাজানো নাটক বলে বিভিন্ন ভাবে প্রচার হয়ে পড়েছে। আসলে এর নেপথ্যের কারন কি? মণিরামপুর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি জানান, মেয়র পদে তিনি নির্বাচনে লড়বেন, এতে কোন সন্দেহ নেয়। এদিকে নির্বাচনে প্রার্থী হবার বিষয়টি নিয়ে কেন্ত্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক  ফারুক হোসেন দীর্ঘ দিন  পৌর শহরের বিভিন্ন মানুষের কাছে দোয়া কামনাসহ ঈদে ফেস্টুন ব্যানারে পৌর শহরে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছে বলে জানা গেছে। কিন্তু তারই পিতা গোলাম মোস্তফা হঠাত করে মণিরামপুর আলীয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে নামাজ শেষে মাইকে সকলের কাছে পেৌর নির্বাচনে প্রাথী হবার ঘোষনা দিয়ে দোয়া চাইলে তা নিয়ে ঈদগাহ ময়দানেও ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এদিকে,বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ ঝড় উঠেছে। কারন গোলাম মোস্তফার ছেলে কেন্ত্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক ফারুক হোসেন দীর্ঘদিন ধরে পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন বলে প্রচারনা চালিয়ে আসছেন। কিন্তু আকষ্মিকভাবে কি এমন ঘটনা ঘটলো যে, নিজ পুত্রের বিরুদ্ধেই লড়ার ঘোষনা দিয়ে বসলেন পিতা গোলাম মোস্তফা। প্রশ্নটি এখন সর্বত্র নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। কারন গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও তিনি স্পষ্টভাবে এতোদিন বলে আসছিলেন যে, তিনি কখনো জনপ্রতিনিধি হবেন না। তাহলে ঘটনা পিছনের ঘটনা কি? জানার চেষ্টা করছেন অনেকে। এদিকে আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দের সাথে বিষয়টি নিয়ে কথা বললে তারা জানান, দল থেকে যাকে মনোনয়ন দিবে তারা তার জন্য পেৌর নির্বাচনে কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।